Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

 

বার্তা :  সম্মানিত সাঁথিয়াবাসী, আসসালামু আলাইকুম/আদাব/ নমস্কার। সাঁথিয়ার উন্নয়নে দারিদ্র্য নিরোসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ,টেকসই উন্নয়ন, মান সম্মত শিক্ষা, সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনাসহ ও অন্যান্য সরকারী সেবা জনগণের দোর-গোড়ায় পৌছে দিতে সর্বদা সচেষ্ট থাকব। মাদক, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে আপনাদের যে কোন ভালো পরামর্শ সাদরে কৃতজ্ঞতা ও আন্তরিকতার সাথে গ্রহন করে তা বাস্তবায়ন করার উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টা নিব। সবাই মিলে উন্নত, সুন্দর ও পরিচ্ছন্ন সাঁথিয়া গড়বো এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সাঁথিয়া উপেজেলার পোর্টাল (www.santhia.pabna.gov.bd) ভিজিট করে সুচিন্তিত মতামত এবং পরামর্শ প্রদানের জন্য সকল স্তরের জনগনকে অনুরোধ জানানো হলো।



                                                                                                                                                                                                                                 

( রিজু তামান্না )

উপজেলা নির্বাহী অফিসার

সাঁথিয়া,পাবনা।